Sunday, January 22, 2017

জানি। বুঝি। বিশ্বাস ও করি।
বিশ্বাসে নয়, যুক্তিতে।
নাকি সন্তাপে?

কিন্তু সেটা গুণতান্ত্রিক নয়,
স্বভাব, ইতিহাস, অভ্যেসের- গন্ধে মাখা 
তাই দীর্ঘকালীন নয়।
আবেগ জনিত।

কিন্তু ত্রুটি তো নয়। কার ও।
প্রতিবর্তি ব্যাতিত সমস্তই তো আবেগ
উপার্জন ও।
তা সে যত যোগ্য প্রতিনিধিই হোক না কেন-
সাফল্ল্যের বা এলেম এর,
পরিচিত সৃজনশীলতার মতো 
সুখজনক বা নোনা নয়।

সব ই জানি। বুঝি।
অন্ধকার অথবা দুঃখবিলাস তবুও-
'মাংসরন্ধন-কালীন ঘ্রাণ'-এর মতো বিজয়ী।

ফুলের ভূমিকা বা সঙ্গা- শুধু নেহেরু।
জিন্না জিন্না,
বাহাদুর- লাল-বাহাদুর,
আর নেতাজি-পেঁয়াজি,
যেন কেজরিয়াল আর খড়্গপুর...
বিপরীতার্থক, মনোলোভা,
এবং দীর্ঘকালীন।

No comments:

Post a Comment