Sunday, October 22, 2017

ভীষণ কিছু নাই।
আছে মানসিক লগ্নী; আছে দর্প; আর মুকুর।
সকল পরিতাপের হেতু মুকুর।
সহিষ্ণুতা, ভালোবাসা, সহৃদয়তা, আবেগ-
এই সমস্ত বঞ্চিত, মুকুর।

দুর্দশা- হেতু ও মুকুর দুইয়েরই
খোকাবাবু বা লৌহশকট,
হে আলেখ্য, প্রত্যাবর্তন সচরাতিত দুরূহ।

পাপাচারণে ডেঙ্গু-জ্বর, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এবং
সারমেয়ের বাক-স্বাধীনতা আলোচিত হয়।

পাঠকবর্গ তবুও তাঁহাদের,
কেননা হিন্দুস্থানিদের ক্রিয়াপদে লিঙ্গ,
কেননা সংস্কৃতিতে প্রায় সর্বনামেও তথা...

কেননা সমস্ত আবেগ-ই
বস্তুত নিপাতনে সিদ্ধ।

No comments:

Post a Comment