Wednesday, February 28, 2018

বৃধ্যাঙ্গুষ্ঠ লইয়া সাহিত্য আমাদের অভ্যাস নয়;
হস্ত-লিখিত পত্র, শিশুসুলভ ও নির্মল আবেগ,
সৃজনশীলতা, ভাষা দিবস, আয়কর, তথা-
খেরাজ, বিদ্যুত অথবা ঔষধ সম্পর্কিত রসিদ,
প্রত্যুষে দাঁত মাজা, অভিসিঁচন ইত্যাদি-
যে অযথা, কেবলমাত্র অভ্যন্তরিত পক্ষপাত, মূলতঃ শিক্ষা,
তাহাদের প্রতি আমাদের ঠাট্টাস্বরুপ বিশেষণ আছে।
 
কেননা আমাদের এক জন্মাবধি ব্যাধি আছে-
আমাদের প্রধান অবলম্বন উপস্থিতির সুখ,
অনুপস্থিতি জনিত অসুখ নয়।
তথা নিশ্বাস, বাতাস, সূর্য, বৃধ্যাঙ্গুষ্ঠ, সলিল, এমনকি সময় ও-
আমাদের খাতায় অন্তর্ভুক্ত হইলেও, তালিকায় খুড়তুতো-
বড় জোর শুষ্ক, সীমিত দর্শনের স্থান প্রাপ্ত হয়।
 
 
শিক্ষাগত আবেগ, ফলস্বরুপ দর্শনের কালো রঙে 
বিদ্বেষ, স্নেহের সহোদর হিসাবে
মহা আড়ম্বরে উদযাপিত হয়।

No comments:

Post a Comment