Sunday, July 8, 2018

আমি ঠিক কোন কর্মসূত্রে শহরে আসিয়াছি
খুড়ীমা জানিতে চাহিলেন।
আমি অমিশ্রতার অভাবে বা বিষয়ের ফারাকে
কিয়ৎক্ষণ পরেই বিরক্ত বোধ করি।

অতঃপর ভাবি যে এই সমস্ত অহেতুক কথাই বুঝি
বৃহত্তর সত্য।
খুড়ীমার নিরামিষ কচুর লতি,
ভাগনা মাছের আলু দিয়া হলুদ ঝোল,
আমার মিষ্টান্ন বা লুচি না খাওয়ায় বিরক্তি,
একটা কিরকম ভীষণ শান্তির।
প্রমেহ-ভুক্ত ওই মানুষটার সন্তান-সুলভ আদর
আর সহজভাব আমার বড় পাওনা।


বুদ্ধিমত্তা কখনই জীবদ্দশার শেষ কথা নয়।
"এইটা বদ্যির ডিস্ট্রিক্ট এর মাছের ঝোল।
শুনো- থোড়া ধনেপাতা কাটকে রাখো।"
এই আদরের কোনোরূপ ইহ নাই।

No comments:

Post a Comment